মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করল ফেসবুক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইংসহ দেশটির ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সোমবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারে ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইংয়ের নাম। ফেসবকু ব্যবহার করে যেন তারা ভবিষ্যতে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা তৈরি করতে না পারেন সে কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুক জানিয়েছে, মোট ১৮টি ফেসবুক অ্যাকাউন্ট, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ৫২টি ফেসবুক পেজ সরানো হয়েছে। এসব অনুসরণ করত এক কোটি ২০ লাখ মানুষ।

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের উপর নির্বিচারে ইচ্ছাকৃতভাবে গণহত্যা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী বলে জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে এ দাবি করা হয়।

হত্যা ও ধর্ষণের মত অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করেছে মিশনটি। এর পরপরেই ফেসবুক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।