হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে নামের সঙ্গে ফেসবুক

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে নামের সঙ্গে ফেসবুক ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে নামের সঙ্গে ফেসবুক ছবি: সংগৃহীত

ফেসবুকের আওতাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ও প্রাইভেট মেসেজিং হোয়াটসঅ্যাপের নামের সঙ্গে এবার ‘ফেসবুক’ যুক্ত হবে।

তাই এখন ফেসবুকের ফটোশেয়ারিং অ্যাপে শুধু ইনস্টাগ্রাম লেখা দেখার পরিবর্তে ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেইসবুক’ লেখাটি দেখা যাবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপে ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেইসবুক’ দেখা যাবে।

বিজ্ঞাপন

ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমরা আমাদের প্রতিষ্ঠান, পণ্য এবং সার্ভিস সম্পর্কে গ্রাহকদের কাছে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে চাই।’

টেক জায়ান্টদের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের আইনজীবি এলিজাবেথ ওয়ারেন এসব প্রতিষ্ঠানগুলোকে বিভক্ত করার আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক। আর এ নিয়ে ফেসবুকের অবস্থান, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশিচত করতে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ এবং ফেসবুককে ভেঙ্গে ফেলার জন্য জোরালো দাবি জানানো হয়েছিল।

২০১২ সালে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে কিনে নেয়।

সূত্র: গ্যাজেটস নাও