রবিন রাফানের লেখা কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সনারদের সহায়ক দুটি বই প্রকাশিত হবে অমর একুশে বইমেলায় ।
বর্তমান ডিজিটাল যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় হতে যাচ্ছে কনটেন্ট ক্রিয়েশন প্রফেশন এবং সেই সাথে বাংলাদেশে ফ্রিল্যান্সারদেরও সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এই কথা মাথায় রেখে বেশ অনেকদিন ধরেই দুটি বই নিয়ে কাজ করে যাচ্ছিলেন কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান ওরফে ওবায়দুর রহমান। আর সুখবর হচ্ছে আগামী অমর একুশে বইমেলা ২০২৫ এ বর্ষাদুপুর পাবলিকেশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ বই।
বর্তমানে সময়ে কন্টেন্ট ক্রিয়েটর 'রবিন রাফান' বেশ পরিচিত নাম । বিভিন্ন বিষয়ে শর্ট ভিডিও বানিয়ে অল্প সময়ের মাঝেই ৩.২ মিলিয়নেরও বেশি ফলোয়ার পেয়েছে শুধু মাত্র ফেসবুকেই। প্রথমে টেক রিলেটেড কন্টেন্ট বানালেও বর্তমানে মাল্টি নিশ নিয়ে কাজ করে যাচ্ছেন প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ।
আসন্ন অমর একুশে বই মেলা ২০২৫ এ প্রকাশিত হতে যাওয়া দুটি বই সম্পর্কে জানতে চাওয়া হলে কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান ওরফে ওবায়দুর রহমান বলেন যে, দিন দিন সারা বাংলাদেশে দেখা যাচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আর এই কনটেন্ট ক্রিয়েটরদের কে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ না দেওয়া হলে দেখা যাবে অনেক কষ্ট করে একটি চ্যানেল কিংবা পেজে অনেক ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার হওয়ার পর সেই পেজটি ছোট একটি ভুলের কারণে ব্যান, রেস্ট্রিকটেড অথবা হ্যাক হয়ে যেতে পারে। তাই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পর্যাপ্ত শিক্ষা দরকার ।
অন্য একজন কন্টেন্ট বানিয়ে টাকা কামাই করছে এবং রেমিটেন্স বাংলাদেশের নিয়ে আসছে দেখে আরও একজন কন্টেন্ট ক্রিয়েশনে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু কারোরই কমিউনিটি গাইডলাইন কিংবা কপিরাইট অথবা ফ্ল্যাগ কনটেন্ট, এই বিষয়গুলো নিয়ে তেমন কোন ধারণা না থাকায় দেখা যায় হঠাৎ পেজ কিংবা চ্যানেল ব্যান কিংবা পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে।
তাই এই বিষয়গুলো একদম প্রথম স্তর থেকে যদি জানা যায় সেক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক ধরনের ভুলকে এড়িয়ে গিয়ে নিজের পেজ কিংবা চ্যানেলকে অনেক বড় করতে পারবে এবং স্বল্প সময়ের মাঝে সফলতা অর্জন করতে পারবেন। আর এইসব বিষয়ে আমার তথ্য দেওয়া হয়েছে এই কনটেন্ট ক্রিয়েশন নিয়ে বই তে। এছাড়াও কনটেন্ট ক্রিয়েশনে কিভাবে টাকা আয় করা যেতে পারে এই সবকিছু নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আমি আমার যত অভিজ্ঞতা অর্জন করেছি এই পর্যন্ত সবকিছুই আমি আমার বইতে কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে লিখে বোঝানোর চেষ্টা করেছি। আমার বইটির নাম রেখেছি "ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার" আর তার মানে দাঁড়াচ্ছে কিভাবে ক্রিয়েটিভ কনটেন্ট বানিয়ে সকল ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে এই বিষয়ে পুরো ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
এছাড়াও দিন দিন ফ্রিল্যান্সারদের সংখ্যা কিন্তু বাংলাদেশের বৃহৎ আকারে বেড়ে যাচ্ছে। ফ্রিল্যান্সারদের কে কোথা থেকে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে, কি কি প্রশিক্ষণ নেওয়া যেতে পার্, কি কি স্ক্রিল ভবিষ্যতের জন্য ভালো হতে পারে এইসব বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি আমার ফ্রিল্যান্সারদের জন্য লিখা বই "ভবিষ্যতের ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ থেকে সাফল্য" বইতে। তারমানে আমি এই বইতে বোঝানোর চেষ্টা করেছি কি কি স্কিল বর্তমানে শিখা যেতে পারে এবং ভবিষ্যতে কি কি স্কিল আপনার জন্য ভালো হতে পারে এবং কোথায় সেই স্কিন শিখা যেতে পারে সবকিছু লিখে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও ফ্রিল্যান্সিং বিষয়ক এই বইতে, ভবিষ্যতে ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা আসতে পারে সেই সম্পর্কেও আমি লেখার চেষ্টা করেছি।
ওবায়দুর আরও বলেন যে, অনেকেই জানেনা যে, ফ্রিতে অনলাইনেও ফ্রিল্যান্সিং কোর্স করা যায়। সেই বিষয়েও আমি অনেকগুলো সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে এই বইয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি। তাছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে গিয়েও অনেকে প্রতারণার শিকার হচ্ছেন, আর সেই প্রতারণা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কিভাবে নিজেকে একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করা যেতে পারে সে বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
তাছাড়া কন্টেন্ট ক্রিয়েটর কে আরও অভিজ্ঞ বানানোর জন্যে এ বছর বেশি কিছু ওয়ার্কশপ করার পরিকল্পনাও করছেন রবিন রাফান। এতে করে অল্প কিছু ফি দেয়ার মাধ্যমে সারাদিন ব্যাপি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সকল প্রশনত্তোর সহ অনেক বিষয়ে প্রশিক্ষন দেয়ার পরিকল্পনা করছেন রবিন রাফান।
রবিন রাফান বইমেলা চলাকালে পাঠকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং বই সই করবেন। এই বইগুলোর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং জগতে নতুন সুযোগ এবং দক্ষতা অর্জন করতে আগ্রহী পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।