অস্বচ্ছতার কারণে জার্মানিতে ফেসবুকের জরিমানা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেতিবাচক ইস্যুতে অস্বচ্ছতার কারণে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুককে ২৩ লাখ (২.৩ মিলিয়ন) ইউরো জরিমানা করেছে জার্মানি।

বুধবার (৩ জুলাই) জার্মানির ফেডারেল অফিস অব জাস্টিস এ জরিমানা করে।

বিজ্ঞাপন

এই বিষয়ে জার্মান কর্তৃপক্ষের বলছে, নেতিবাচক বক্তব্যের ক্ষেত্রে আইন অমান্য করায় ফেসবুককে এই জরিমানা করা হয়েছে। এই বিষয়ে ফেসবুক জার্মানির আইন অনুসরণ করতে সমর্থ হয়নি।

গত বছরের প্রথম ছয় মাসে ফেসবুক যে ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করেছিল তাতে অভিযোগ করা কনটেন্টের খুব সামান্য অংশ সরানোর কথা বলা হয়েছিল। এ থেকে মানুষের মনে ব্যাপক অবৈধ কনটেন্ট ফেসবুকে থেকে যাওয়ার ও ফেসবুক তাদের সঙ্গে কেমন আচরণ করে সে বাজে বার্তা গেছে।

বিজ্ঞাপন

যদিও জরিমানার বিরুদ্ধে আবেদন করতে পারবে ফেসবুক। তবে এই জরিমানার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ মুখ খোলেনি।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, 'আমরা এই বিষয়ে সজাগ রয়েছি।'