ইনস্টাগ্রামে হতাশ সেলেনা গোমেজ!
ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে হতাশ হয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত শিল্পী সেলেনা গোমেজ তার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন ইনস্টাগ্রাম অ্যাপ।
জনপ্রিয় এই সংগীত শিল্পী বলেন, ‘একসময় ইনস্টাগ্রামে আমি অনেক সময় ব্যয় করেছি, কিন্তু আমি মনে করি তরুণদের মধ্যে এটি (ইনস্টাগ্রাম) বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। যা আমদের মানসিক স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।’
গোমেজ হলিউডের অভিনেত্রী কেলি রিপা ও রায়ান সিক্রেস্টকে বলেন, ‘ইনস্টাগ্রামে আমি যখন আমার শরীরের দিকে ভিন্নভাবে দেখি তখন আমার কাছে তা অস্বস্তি লাগে। ইনস্টাগ্রামে আমার ১৫২ মিলিয়ন অনুসারী থাকা সত্ত্বেও আমি আর ইনস্টাগ্রামে যাব না।’
তিনি বলেন, ‘এটা স্বার্থপর, কিন্তু আমি একে স্বার্থপর বলব না বরং এটা মারাত্মক খারাপ। যা সত্যিই বিপদজনক।’
এর আগে গত মাসে কান ফিল্ম ফেস্টিভালে শ্রোতাদের উদ্দেশে গোমেজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে এবং যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করছে।’ তাদের জন্য উদ্বেগ প্রকাশ করে গোমেজ বলেন, ‘ইনস্টাগ্রাম একটি ব্যবহার উপযোগী প্লাটফর্ম কিন্তু অধিকাংশ ছেলে-মেয়েরা এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানে না।’
ইনস্টাগ্রাম অ্যাপটি ডিলিট করা সম্পর্কে তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের কুরুচিপূর্ণ মন্তব্য এবং ট্রোলে জর্জরিত হয়ে একসময় আমি বাধ্য হয়েছি অ্যাপটি ডিলিট করে দিতে।’
তিক্ত এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, ‘২০১৭ সালে ভক্তদের নেতিবাচক মন্তব্যে জর্জরিত হয়ে তাকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেয়। তাই আমি সপ্তাহে অন্তত একবার আমার ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ডিলিট করি।’
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার কাছে এখন আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড নেই, বর্তমানে তার ব্যক্তিগত সহকারী এই অ্যাকাউন্টটি পরিচালনা করছে।
সূত্র: বিবিসি।