‘ফেসবুক ক্ষতিকর কনটেন্ট মুছতে প্রতিশ্রুতিবদ্ধ’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ক্ষতিকর কনটেন্ট মুছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
ফেসবুকের নীতিমালার স্বচ্ছতার পরিচয় দিতে একটি প্রতিবেদন প্রকাশ করবেন শেরিল স্যান্ডবার্গ। যেখানে উল্লেখযোগ্যভাবে ফেসবুকের কনটেন্ট রেগুলেশন ও ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের প্রধান সদরদফতরে স্যান্ডবার্গ বলেন, ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট মুছে দিতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ফেসবুক বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কনটেন্ট রেগুলেশন বা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।’
বর্তমান পরিস্থিতে ফেসবুকের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘যেভাবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল, তার অনেক কিছুই পরিবর্তন করা হয়েছ। ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে ফেসবুক।’
সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে স্যান্ডবার্গ বলেন, ‘ফেসবুকে মানবতার সবচেয়ে ভাল দিকগুলো দেখতে পাই। অন্যদিকে ঠিক তার বিপরীত পাশবিক রূপও দেখতে পাই। তাই এ মুহূর্তে ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্টগুলো বন্ধের জন্য কাজ করছি।’
তবে ফেসবুকে নেতিবাচক রাজনৈতিক প্রচারণা, গোপনীয়তা ও ফেক নিউজ বন্ধে ফেসবুকের অবস্থান নিয়ে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ব পরিসরে ফেসবুকের যে একটি বিশাল প্রভাব মানুষের জীবনে পড়ছে, এজন্য কনটেন্ট রেগুলেশনের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।