সিম ইউজ করে কম্পিউটার থেকেই পাঠানো যাবে এসএমএস

  • তাসকিন আল আনাস,স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪.ডটকম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

গুগল এর নতুন ফিচারে যুক্ত হয়েছে আরেকটি অভাবনীয় আপডেট। আর তা হচ্ছে মোবাইলের সিম ব্যবহার করে  থেকে কম্পিটার থেকেই পাঠানো যাবে এসএমএস।

অনেকেই মোবাইলের টাচ স্ক্রিনের সাথে বনিবনা হয়না। তাদের জন্যই এবার চলে এসেছে এই সুবিধা। এর ফলে এখন থেকে যে কোন অ্যান্ড্রয়েড ইউজার তার মোবাইলের উপরের বাম কর্নারে তিনটি ডট বাটনে ক্লিক করে ‘মেসেজ ফর ওয়েব লেখাটিতে ক্লিক করবেন। এরপর একটি কিউআরকোড স্ক্যানার ওপেন হবে। এরপর এই লিঙ্কে গিয়ে কিউআর কোডটি স্ক্যান করলেই মোবাইলের মেসেজ অ্যাপস এর সাথে ডেস্কটপের মেসেজ সাইটটি লিঙ্কড হয়ে যাবে। এরপর ইউজার চাইলে নিজের সিম ব্যবহার করেই ডেস্কটপ থেকেই সিম থেকে মেসেজ করতে পারবেন।

বিজ্ঞাপন

এই ধরনের সুবিধা প্রায় ১৯ বছর আগে নোকিয়া তার পিসি স্যুইট এর মাধ্যমে দিয়ে থাকতো। তারই নব্য ভার্সন নিয়ে এলো এবার গুগল।

তবে এখন পর্যন্ত কাদের ফোনে এই আপডেট পৌঁছেছে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে অ্যান্ড্রয়েড পাই এর সকল ফোনে এই আপডেটটি পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছে গুগল।এই ধরনের সুবিধা প্রায় ১০ বছর আগে নোকিয়া তার পিসি স্যুইট এর মাধ্যমে দিয়ে থাকতো। তারই নব্য ভার্সন নিয়ে এলো এবার গুগল।