বাজারে আসছে না অ্যাপেলের এয়ার পাওয়ার

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাজারে আসছে না অ্যাপেলের এয়ার পাওয়ার। ছবি: সংগৃহীত

বাজারে আসছে না অ্যাপেলের এয়ার পাওয়ার। ছবি: সংগৃহীত

গুণগত মান রক্ষা করতে পারবে না বলে অ্যাপেল এয়ার পাওয়ার এ বছর বাজারে আসছে না। 

অ্যাপেলের প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান রিক্কিও টেকক্রাঞ্চকে জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পরেও এয়ার পাওয়ারের গুণগত মান কোম্পানির মানদণ্ড অনুযায়ী মিলছে না। এ জন্য প্রকল্পটি বাতিল করা হয়েছে এবং অ্যাপেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

রিক্কিও আরও জানান, অ্যাপেল অতি শিগগিরই সর্বোচ্চ মানের এয়ার পাওয়ার নিয়ে আসার জন্য কাজ করছে।

অ্যাপেলের ১০ বছর পূর্তিতে ২০১৭ সালের সেপ্টেম্বরে আইফোন এক্স এর সঙ্গে এয়ার পাওয়ার বা চার্জিং প্যাড আনার ঘোষণা করা হয়েছিল। এরমধ্যে একটি এয়ার পাওয়ারে একসঙ্গে আইফোন, অ্যাপেল ওয়াচ এবং এয়ারপড হেডফোন চার্জে দেয়া যাবে।

বিজ্ঞাপন

তবে দীর্ঘ ১৮ মাস পরে জানা যায়, আসছে না অ্যাপেল এয়ার পাওয়ার।

সূত্র: টেকক্রাঞ্চ।