হেলথ রিমাইন্ডার দেবে পাবজি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের কাছে বহুল জনপ্রিয় এবং সেই সঙ্গে সমালোচিত একটি গেমের নাম পাবজি। সম্প্রতি তরুণদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ায় ভারতের গুজরাটে নিষিদ্ধ করা হয় গেমটি। তাই এখন পাবজি মোবাইল দিচ্ছে হেলথ রিমাইন্ডার ফিচার। যা একজন প্লেয়ারকে ৬ঘণ্টা খেলার পর সতর্কীকরণ বার্তা এবং পরবর্তীতে খেলার জন্য নিষেধাজ্ঞা দেবে। আর ঠিক একদিন পরে থেকে আবার শুরু করা যাবে গেমটি। খবর হিন্দুস্তান টাইমস।

প্লেয়ারদের হেলথ সেফটি ইস্যু নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করেছে পাবজি গেমিং ডেভেলপার। ইতোমধ্যে ভারতের অনেক প্লেয়ার গেমিংয়ের সময় এই বার্তা পাচ্ছে তাদের মুঠোফোনে। তারা এর স্ক্রিনশট নিয়ে অনলাইনে অন্যদের শেয়ার করছে।

বিজ্ঞাপন

এদিকে অনেকের অভিযোগ, তিন ঘন্টা খেলার পরেই হেলথ রিমাইন্ডার এবং নেক্সট স্টেজের জন্য নিষেদ্ধাজ্ঞা দিচ্ছে পাবজি।

পাবজি মোবাইল ইন্ডিয়া এক টুইট বিবৃতিতে জানায়, হেলদি গেমিং সিস্টেমের এখনো সংস্করণ চলছে আর সাময়িক অসুবিধারর জন্য তারা দুঃখিত। এইখানে মূলত প্লেয়ারদের হেলথ ইস্যুটিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে গুজরাটে পাবজি মোবাইল গেম নিষিদ্ধ করা হয়। তখন পাবলিক প্লেসে এই গেম খেলায় ১০ শিক্ষার্থীকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। তাই সম্প্রতি পাবজি মোবাইল তাদের এই হেলথ রিমাইন্ডার ফিচারটি শুরু করেছে।