উবার ইটস আসছে ঢাকায়

  • আইসিটি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

রাইড শেয়ারিং সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান উবার এবার নিয়ে আসছে খাবার সরবরাহকারী সেবা  'উবার ইটস'। 

এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু করার আশা করছে প্রতিষ্ঠানটি এবং  আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

 

যান্ত্রিক ব্যাস্ততা এবং যানজট এর কারণে ক্রমেই  জনপ্রিয় হয়ে উঠছে এই জাতী ফুড ডেলিভারী সার্ভিস। এর তালিকায় পাঠাও সবার আগে নাম লেখানোর পর তালিকায় ২য় তে যুক্ত হয়েছে সহজ। এরপরেই উবার ও ফুড ডেলিভারী  তালিকায় নিজেদের নাম লিখালো 

 ২০১৩ সালের শুরুতে হাঙ্গরি নাকি’র মাধ্যমে ফুড ডেলিভারির যাত্রা শুরু হয়। পরে ফুডপান্ডা এবং ২০১৫ সালে এই তালিকায় যুক্ত হয় পাঠাও।

এখন দিনে প্রায় ২০ হাজার খাবারের ডেলিভারি হয়, যা প্রতিদিন বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ খাতে বাংলাদেশের বাজারের সম্প্রসারণ দেখে উবারও ‘উবার ইটস’ সেবা ঢাকায় আসতে চাইছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।