গুগল ডুডলে আন্তর্জাতিক নারী দিবসের ছাপ!

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী দিবসে গুগলের ডুডল, ছবি: সংগৃহীত

নারী দিবসে গুগলের ডুডল, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। আর এই ডুডলটি আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের জন্য নারীরাই বানিয়েছেন।

গুগল ডুডলটিতে দেখা গেছে,  স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন অঙ্গনের সফল নারীদের মন্তব্য তুলে ধরা হয়েছে। হোম পাতায় বিভিন্ন ভাষায় নারী কথাটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে শুরুতেই স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটি।

বিজ্ঞাপন

এ বিষয়ে গুগল তাদের ডুডল পেজে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, এবারের নারী দিবসের ডুডলটিতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’।

উল্লেখ, বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত।