মাইক্রোসফট নিউ ক্রোম এক্সটেনশন ফিচার

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল থেকে সংগৃহীত ছবি

গুগল থেকে সংগৃহীত ছবি

কিছু জানার জন্য প্রতিদিন বিভিন্ন ওয়েব ব্রাউজার থেকে ‘গুগল’ মামার কাছে কত কিছু সার্চ করি। কিন্তু এক ব্রাউজার থেকে আর এক ব্রাউজারে গেলে প্রয়োজনীয় তথ্য বা হিস্টোরিগুলো আর পাওয়া যায় না।

এজন্য মাইক্রোসফট নিয়ে এল নিজস্ব ক্রোম এক্সটেনশন ফিচার তাদের মাইক্রোসফট এজ ব্যবহারকারীদের জন্য। যা একজন গ্রাহকের ‘এজ’ ব্রাউজারে ভিজিট করা হিস্টোরি গুলো সিংক করতে থাকবে এবং আপনার প্রয়োজনে খুব সহজেই খুঁজে পাবেন সেই হিস্টোরিগুলো।

বিজ্ঞাপন

জানা যায়, ব্রাউজিং এর জন্য গ্রাহকদের পছন্দের তালিকায় ক্রোম থাকায় মাইক্রোসফট ক্রোম এক্সটেনশন ফিচারটি এনেছে। এতে করে আপনি আপনার পছন্দ মত একটি টাইমলাইন সাজাতে পারবেন।

কিন্তু প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে কেননা এইসকল সিংক করা হিস্টোরি বা তথ্য মাইক্রোসফটের সার্ভারেও পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য হতে পারে একটু অস্বস্তিকর।

তথ্যসূত্র: দ্য ভার্জ