নজরকাড়া হুয়ামি অ্যামেজ ফিট ভার্জ স্মার্ট ওয়াচ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

স্মার্টওয়াচের জগতে যখন রাজত্ব করছে অ্যাপেল স্যামসাং, তখন হুয়ামি’র অ্যামেজ ফিট ভার্জ স্মার্ট ওয়াচ তৈরি করেছে নতুন মাইলফলক।

হালকা ওজনের এবং গোল প্লাস্টিক বডির এই ঘড়ির নজরকাড়া নান্দনিক নকশা একবার হলেও আগ্রহ জাগাবে ব্যবহারকারীদের মাঝে।    

বিজ্ঞাপন

উন্নত মানের প্লাস্টিক এবং নিখুঁত ফিনিশিং এর মেটাল বডির এই স্মার্ট ওয়াচ আপনাদের করবে অন্যান্য দের থেকে আলাদা।  

এবার আসি এর ফিচারের দিকে। এতে দেয়া হয়েছে ১.৩ ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে যার পিক্সলে ডেনসিটি ৩৬০x৩৬০ । স্মার্ট ওয়াচটির  ডান পাশে রয়েছে একটি স্পিকার, মাইক্রোফোন, অন-অফ বাটন এবং হৃদযন্ত্রের সেন্সর।

এছাড়াও ঘড়িটি আপনার স্মার্টফোনের সাথে যুক্ত করে রিসিভ করতে পারবেন প্রতিমুহূর্তে ফোন কল এবং নোটিফিকেশন । । আর এর অলওয়েজ অন ফিচারের কারণে এর অফলাইন স্ক্রিনে ভেসে থাকবে সময় যা ডাবল টাচ করলেই নিয়ে যাবে মূল মেন্যু তে।

স্মার্টওয়াচটির দুর্দান্ত ব্যাটারি লাইফ আপনাকে বিমোহিত করবে।ঘড়িটি একবার চার্জে একটানা ব্যবহার করতে পারবেন ৩ দিন আর এটি চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘণ্টা। স্মার্টওয়াচটির থাকছে ধুলোবালি ও ওয়াটার রেজিস্টেন্ট সুবিধা।

অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত অ্যাপ এর মত থাকছে আপনার প্রতিদিনের হাঁটা, হৃদযন্ত্রের ক্রিয়া গণনাকারী অ্যাপ্লিকেশন। এছাড়াও স্টপওয়াচ, ক্যালেন্ডার, কম্পাস, ম্যাপস, অ্যালার্ম এবং আবহাওয়া বার্তা।