এসেছে নতুন স্মার্ট চশমা

  • হাসিবুল হাসান শান্ত,কন্ট্রিবিউটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ফ্যাশন সচেতন এবং প্রযুক্তি প্রেমীদের জন্য  ‘নর্থ ফোকালস’ এনেছে নতুন এক  স্মার্ট চশমা । এখন থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন স্মার্টফোনের সব নোটিফিকেশন ফোন বের করা ছাড়াই। এই স্মার্ট চশমা কিন্তু মজার বিষয় হচ্ছে আপনার সামনে বা পাশে বসা কেউ বুঝতেই পারবে না এটা যে একটি স্মার্ট চশমা।

এতক্ষণে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে একটি স্মার্টফোন থাকা স্বত্ত্বেও কেন স্মার্ট চশমা ব্যবহার করবেন?আসুন জেনে নেই এর দিক গুলো

বিজ্ঞাপন

১. ফোনের ব্লুটুথের সাথে ‘নর্থ ফোকালস’ যুক্ত করে নিলে আপনার সব পুস নোটিফিকেশন, সময়, তারিখ, কোন রিমাইন্ডার এবং আবহাওয়া বার্তা চোখের সামনে ভেসে আসবে। পাশাপাশি এতে রয়েছে উবার ডাকার সুবিধা, ‘এলেক্সা’র সাথে কথা বলা এবং যা আপনার নির্দেশনা অনুসরণ করবে।   

২. সম্পূর্ণ প্লাস্টিক বডি হওয়ায় হালকা এবং ব্যবহারে আরামদায়ক। আর মোটা ফ্রেমে জুড়ে দেওয়া হয়েছে লেজার, মাক্রেওফোন, ছোট্ট স্পিকার, ব্লুটুথ মডিউল, প্রসেসর এবং ব্যাটারি।

৩. অ্যাপনি চাইলে আপনার এই স্মার্ট চশমা থেকে ম্যাসেজ এর উত্তর দিতে পারবেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/15/1550237149469.jpg

৪. একে নিয়ন্ত্রণ করতে সাথে পাচ্ছেন একটি সুদর্শনীয় রিং বা আঙটি। যা বাটন ও জয়স্টিক সুবিধা রয়েছে। যা পানির সংস্পর্শে গেলেও কোন সমস্যা হবে না।

৫. পথ চলতে নির্দেশনা দিবে এর বিল্ট ইন সিস্টেম ‘এলাক্সা’।

৬. প্রতিমূহুর্তের নোটিফিকেশন দেখার জন্য আপনাকে আর বার বার ফোন বের করতে হবে না।

৭. আপনি চাইলে আপনার প্রয়োজনীয় পাওয়ার অনুযায়ী লেন্স এতে ফিট করে নিতে পারবেন।

দ্যা ভার্জে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এর বাজারমূল্য ৬০০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৫,৫০০ টাকা।