ক্যামেরা চলবে সৌর চার্জে

  • হাসিবুল হাসান শান্ত,কন্ট্রিবিউটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ছবি তুলতে কে না ভালবাসে। কিন্তু ব্যাটারির চার্জ নিয়ে দুর্ভোগ পোহাতে হয় অনেক। নতুন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘এক্সনোর’ তৈরি করেছে  কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এমন একটি  ক্যামেরার যাতে চার্জ শেষ হওয়ার কোন ভয় নেই।

দ্যা ভার্জে প্রকাশিত প্রতিবেদনে ক্যামেরা সম্পর্কে উল্লেখ করা হয় এটি চলবে সম্পূর্ণ সৌর শক্তিতে । এতে ব্যবহৃত ছোট্ট সোলার প্যানেলের সাহায্যে সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করবে।

বিজ্ঞাপন

ক্যামেরাটি (320x320) রেজোলিউশনের,ছবি প্রসেসিং এর জন্য একটি (FGPA) চিপ রয়েছে এবং যেকোন বস্তু এর সংস্পর্শে আসলে শনাক্ত করতে পারবে।

 

এক্সনোর এর সিটিও মোহাম্মদ রাসটেগেরি ‘দি ভার্জ’ কে বলেন "আমরা এখনো এই ডিভাইসগুলির উন্নয়ন সাধনের জন্য কাজ করছি”। কিন্তু দুঃখের বিষয় এই সৌর-চালিত কৃত্রিম বুদ্ধিমত্তাসপমন্ন ক্যামেরা এখনো বাজারে ছাড়ার জন্য তৈরি নয়।