পাপড়ি থেকে ফুল কিনলে মূল্যছাড়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রবি ও পাপড়ি ডটকমের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

রবি ও পাপড়ি ডটকমের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ধন্যবাদ প্রোগ্রামের আওতায় রবি’র মূল্যবান গ্রাহকরা এখন থেকে পাপড়ি ডটকম থেকে ফুল কিনলে ১৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবে।

বৃহস্পতিবার( ২৯ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় রবি ।এ বিষয়ে রবি’র কর্পোরেট অফিসে রবি’র লয়্যালিটি অ্যান্ড উইনব্যাক’র জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং পাপড়ি ডটকম’র সিইও অ্যান্ড কো-ফাউন্ডার কাজী ফৌজিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি  চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

এ সময় রবি’র লয়্যালিটি অ্যান্ড উইনব্যাক’র ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার এবং পাপড়ি ডটকম’র ডেটা অ্যানালাইসিস’র ম্যানেজার কাজী মুবাশ্বের আলী এবং অপারেশন ম্যানেজার তনিমা আহাদ উপস্থিত ছিলেন।