ম্যাগ্নেটিক চার্জিং সুবিধা নিয়ে আইপ্যাডের নতুন পেন্সিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাগ্নেটিক চার্জিং সুবিধা নিয়ে আইপ্যাডের পেন্সিল

ম্যাগ্নেটিক চার্জিং সুবিধা নিয়ে আইপ্যাডের পেন্সিল

তৃতীয় প্রজন্মের আইপ্যাড প্রোর সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন অ্যাপল পেন্সিল।

আগের অ্যাপল পেন্সিলগুলো লাইটেনিং পোর্টের মাধ্যমে চার্জ করা হতো। তবে নতুন পেন্সিলটি চার্জ করতে আলাদা কোনো তারের প্রয়োজন হবে না। আইপ্যাড প্রোয়ের উপরে পেন্সিলটি রাখলেই তা ম্যাগ্নেটিক অ্যাটাচমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে। তবে আগের সংস্করণের আইপ্যাড ব্যবহারকারীদের জন্য খারাপ খবর হলো, এই পেন্সিল শুধু নতুন ডিভাইসটিতেই কাজ করবে। একইভাবে প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিলও কাজ করবে না নতুন আইপ্যাডে। দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেন্সিলটি দিয়ে ছবি আঁকা, নোট লেখা, স্কেচ, রঙ করা ও ই-মেইল মার্ক করা যাবে।

বিজ্ঞাপন

নতুন পেন্সিলটি টাচ করে বিভিন্ন টুলও পরিবর্তন করা যাবে। যেমন পেন্সিলটি ডবল ট্যাপ করলে তা ইরেজারের কাজ করবে।নতুন অ্যাপল পেন্সিলটির দাম নির্ধারণ করা হয়েছে ১২৯ মার্কিন ডলার (১০ হাজার ৮৩৬ টাকা)। আগের অ্যাপল পেন্সিলটির চেয়ে এর দাম ৩০ ডলার বেশি।