এআই প্রযুক্তি দিয়ে আঁকা ছবির দাম চার লাখ ডলার!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এআই প্রযুক্তি দিয়ে আঁকা ছবির দাম চার লাখ ডলার, ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তি দিয়ে আঁকা ছবির দাম চার লাখ ডলার, ছবি: সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের সাহায্যে আঁকা একটি স্থিরচিত্র বিক্রি হয়েছে চার লাখ ৩২ হাজার ডলারে। ছবিটিকে নিউইয়র্কে নিলামে তোলা হলে সর্বোচ্চ দামে সেটি কেনেন নিউইয়র্কের এক বাসিন্দা।

যদিও বিক্রির আগে ধারণা করা হচ্ছিল- এটির মূল্য হতে পারে ৭ থেকে ১০ হাজার ডলার ।

বিজ্ঞাপন

পোর্ট্রেট অব এডমন্ড বেলামি নামে পরিচিত ছবিটি প্যারিসভিত্তিক আর্ট কালেকটিভ নামে পরিচিত ছিল।

ছবিটি করতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, তাতে ১৪০০ থেকে ২০ শতকের মধ্যের ১৫ হাজার পোর্ট্রেটের মিশ্রণ রয়েছে। তবে এর জন্য আলাদা করে ইমেজ জেনারেট করতে হয়েছে, তারপর অ্যালগরিদম নিয়ে কাজ করতে হয়েছে। কোনো বড় নিলামে ওঠা চিত্রকর্মের মধ্যে এটাই প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা পোর্ট্রেট ছবি।

নিলাম আয়োজনকারীরা জানান, ভবিষ্যতে আরও সুক্ষ্মভাবে এমন পোর্ট্রেইট তৈরি করবে এআই।