প্রতি এক মিনিটে কি ঘটে ইন্টারনেট দুনিয়ায়?
১ মিনিট! কি কি ঘটতে পারে। আপনি হয়ত ভাবছেন ১ মিনিটে কি আর হয়, এই রিপোর্টটি পড়তে পড়তে বা একটা গান শুনতেই তো পার হয়ে যাবে ৩ থেকে চার মিনিট। সেখানে ১ মিনিট এ আর এমন কি। হ্যা এটা ঠিক এক মিনিটে হয়ত এমন কিছু হয়না। কিন্তু এই এক মিনিট যদি ইন্টারনেটের মহাসমুদ্রের কথা বিবেচনা করা হয় তাহলে?
আমেরিকার প্রচার সংস্থা কিউমিলাস মিডিয়ার (Cumulus Media) দেয়া তথ্য মতে বের হয়ে এসেছে এমনি কিছু তথ্য যা হয়ত আপনি ভেবেও দেখেননি ।
ফেসবুক: ফেসবুকে ৭ লাখ ১ হাজার ৩৮৯ অ্যাকাউন্ট লগ ইন হয় প্রতি মিনিটে৷ আপডেট হয় ২ কোটি ৯৩ হাজার স্ট্যাস্টাস । এছাড়াও প্রতি মিনিটে ১ লক্ষ ৩৬ হাজার ফটো আপলোড হয়৷
ইনস্টাগ্রাম: ৩৮ হাজার ১৯৪ ফটো মাত্র এক মিনিটের মধ্যে পোস্ট করা হয় ইনস্টাগ্রামে৷
ইউটিউব: প্রতি ১ মিনিটে ৪ কোটি ৩০ লাখ ভিডিও ভিউ হয় ইউটিউবে৷
গুগল: মাত্র এক মিনিট গুগলকে ২ কোটি ৪ লাখ প্রশ্ন করা হয় ৷
ইমেল: প্রতি মিনিটে সারা পৃথিবীতে ১৫ কোটি ইমেল পাঠানো হয়।
হোয়াটসঅ্যাপ: ১ কোটি ৮ লক্ষ হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয় প্রতি মিনিটে ৷
স্ন্যাপচ্যাট: প্রতি এক মিনিটে ৫ লাখ ২৭ হাজার ৭৬০ টি ফটো শেয়ার হয় স্ন্যাপচ্যাটে৷
টুইটার: টুইটারে ৪ লাখ ৮১ হাজার ২২২টি টুইট হয় প্রতি মিনিটে৷
প্লে স্টোর অ্যাপস স্টোর: প্লে স্টোর অ্যাপস স্টোর থেকে ৫১ হাজার অ্যাপস ডাউনলোড হয় প্রতি মিনিটে৷
টিন্ডার: ১১ লাখ বার সোয়াইপ করা হয় টিন্ডারে।
আপনি কত সময় দিচ্ছেন ইন্টারনেটে ভেবে দেখুনতো।