টার্গেট নতুন ভোটাররা, ডিজিটাল সিস্টেমে প্রচারণা

  • কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল: আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। বরিশালকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে কে হবেন আগামীর নগর পিতা? এছাড়াও ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরাই বা কেমন হবেন এ নিয়ে নগরীর তরুণ ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আসন্ন ভোট নিয়ে তারা বুনছে স্বপ্নের জাল।

নতুন ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা প্রতীকে বিশ্বাসী নয়, যোগ্য ও আধুনিক চিন্তাশীল ও মানবিক গুণাবলির প্রার্থীকেই বেছে নিতে চান। যে কিনা নগর উন্নয়নের পাশাপাশি যুব সমাজের ভাগ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

তাইতো নগরীর এই নতুন ভোটারদের নিয়ে বেশ মনোযোগী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তারাও নতুন ভোটারদের টার্গেট করে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন।

অত্যাধুনিক ক্যারাভান, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হচ্ছে। আর ডিজিটাল প্রচারণার সব ধরনের সুযোগকে কাজে লাগাচ্ছে তারা। তরুণদের সামনে তারা তাদের ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন। এছাড়াও ভিডিও ডকুমেন্টারি এবং অন্য কোনো মাধ্যমে তুলে ধরছেন আগামীর বরিশাল তথা নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন করার পরিকল্পনা।

/uploads/files/D9XyQXJCHYFE0mltmiDKKV6lFh2cJvMfGCk40HLx.jpeg

তাছাড়া আগামী ৩০ জুলাইয়ের বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে প্রায় ৩১ হাজার নতুন ভোটার তাদের আমানতের সঠিক ব্যবহার করতে চান। পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক নতুন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন বলে ধারণাও করছেন তারা।

নগরীর ৫ নং ওয়ার্ডের নতুন ভোটার মাইদুল ইসলাম বলেন, ‘বর্তমানে সবদিকেই তরুণদের জয়জয়কার। আমরা যেমন তরুণ, তেমনি আমাদের প্রত্যাশা তরুণ প্রার্থীরাই নির্বাচনে জয়লাভ করুক। তাদের বলিষ্ঠ নেতৃত্বে নগরীর তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে সরিয়ে রাখবে। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি উদ্বুদ্ধ করবে।’

১৭ নং ওয়ার্ডের তরুণ ভোটার রেদোওয়ান রিজভির বলেন, ‘এমন একজন মেয়র বা কাউন্সিলর প্রার্থীকে ভোট দিতে চাই যিনি তরুণদের নিয়ে ভাববেন, কর্মসংস্থান সৃষ্টিতে যিনি উদ্যোগী হবেন, মানুষের প্রতি দায়িত্বশীল হবেন। তাছাড়া সচেতন নাগরিক ও নতুন ভোটার হিসেবে আমার মতামতের গুরুত্ব আছে বলেও আমি মনে করছি।’

একই ওয়ার্ডের আরেক নতুন ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘বর্তমানে যোগ্য নেতৃত্বের বড়ই অভাব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি- প্রতীক নয়, প্রার্থী দেখেই ভোট দেব।’

১৮ নং ওয়ার্ডের নতুন ভোটার ফয়সাল আহমেদ বলেন, ‘প্রায় সময় বৃষ্টি হলেই নগরীর বগুড়া রোডসহ আরও কয়েকটি সড়ক পানির নিচে চলে যায়। আমরা নোংরা ও জলজটের নগরী আর দেখতে চাই না। সময়ের সঙ্গে মানুষের রুচিবোধেরও পরিবর্তন আসছে। যিনি এসব বিষয়ে উন্নয়ন করবেন বলে মনে করছি, তাকেই আমি ভোট দেব।’

/uploads/files/u9UeoWZeFYymLB2KUg43h5Gd6ciawk8syR8oK50j.jpeg

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ ভোটার তালহাদ হোসেন আলামিন বলেন, ‘আমি মনে করি দলীয় নয়, প্রার্থী হিসেবে ব্যক্তিটি কেমন সেটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি মেয়র হবেন তিনি ভোটের আগে যেমন, পরেও তেমন থাকবেন। মেয়রকে হতে হবে মানবিক ও বিজ্ঞানমনস্ক।’

২৫ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক নতুন ভোটার বলেন, ‘দলীয়ভাবে প্রার্থীর মাধ্যমে নির্বাচন হলেও আমার কাছে সেটা আসল বিষয় নয়। প্রার্থীর ব্যক্তি ইমেজের ওপর নির্ভর করে ভোট দেব।’

বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ২২৭ জন। এবার তা বেড়ে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। যার মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। তাছাড়া এবার নতুন ভোটার বেড়েছে ৩০ হাজার ৯৩৯ জন। আর এই প্রায় ৩১ হাজার নতুন ভোটারই প্রার্থী নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।