রামেকে ডেঙ্গু কর্নারে ঠাঁই মিলছে না রোগীদের

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

বেড স্বল্পতায় হাসপাতালের মেঝেতে স্থান হয়েছে ডেঙ্গু রোগীদের/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেড স্বল্পতায় হাসপাতালের মেঝেতে স্থান হয়েছে ডেঙ্গু রোগীদের/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতি ঘণ্টায় একজন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে রোববার (৪ আগস্ট) পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে রামেক হাসপাতালে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন রোগী পেয়েছি। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন রোগী। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন রোগী। আর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন দুই জন। তাদের অবস্থা গুরুতর।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/04/1564897594756.gif

এদিকে, হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু কর্নার ঘোষণা করা হলেও অন্য বিভিন্ন ওয়ার্ডে এমনকি বারান্দায়ও রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও একটি ওয়ার্ডকে ডেঙ্গু কর্নারে যুক্ত করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে হাসপাতাল কর্তপক্ষ।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘ডেঙ্গু কর্নার দেখভালে বিশেষ টিমের সঙ্গে বৈঠকে ডেঙ্গু কর্নারে আরও একটি ওয়ার্ডযুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো ওয়ার্ডটি যুক্ত করা হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি।’