রাজধানীতে জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া দুই জঙ্গি সদস্য, ছবি: সংগৃহীত

আটক হওয়া দুই জঙ্গি সদস্য, ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। র‍্যাব দাবি করছে, জঙ্গি সংগঠনের সদস্যরা উগ্রবাদী ভিডিও নির্মাণ ও শুটিং দলের সক্রিয় সদস্য।

বুধবার (৩১ জুলাই) দুপুরে র‍্যাবের পরিচালিত এক অভিযানে জঙ্গি সংগঠনের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী।

বিজ্ঞাপন

মহিউদ্দিন ফারুকী বলেন, ‘দুপুরে সায়েদাবাদ হুজুর বাড়ি গেট সংলগ্ন জনপথ মোড় রাস্তার পূর্ব পাশ কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ইব্রাহিম (২৫), হেমায়েত উদ্দিন (২২) নামের দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।'

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ধর্মীয় উগ্রবাদী বই, পিডিএফ বই, ভিডিও শুটিং চলাকালে গৃহীত ছবি উদ্ধার করা হয়।