রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, চালক আটক

  • স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহীর চারঘাট উপজেলায় অটোরিকশার ধাক্কায় মিম খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার জাগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিম উপজেলার জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। দুর্ঘটনার পর অটোরিকশা চালক আব্দুল আওয়ালকে আটক করেছে পুলিশ। আওয়াল আড়ানী রেলস্টেশন এলাকার জামশেদের ছেলে।

বিজ্ঞাপন

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার দুপুরে স্কুল শেষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাড়ি ফিরছিল মিম। এসময় মিমকে পেছন থেকে ধাক্কা দেয় অটোরিকশা। অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে যায় ওই শিশু। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা চালক আব্দুল আওয়াল ও তার অটোরিকশা আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।