খুলনায় পুলিশ কর্মকর্তার পিস্তল-গুলি উধাও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কর্মকর্তার পিস্তল ও গুলি খোয়া যায়/ ছবি: বার্তা২৪.কম

নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কর্মকর্তার পিস্তল ও গুলি খোয়া যায়/ ছবি: বার্তা২৪.কম

খুলনার ডুমুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হক (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া গেছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী হাইস্কুল থেকে এই পিস্তল ও গুলি খোয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। আটক দুইজন হচ্ছেন- স্কুলের দফতরি সন্দীপ কুমার রাহা ও রাজমিস্ত্রির হেলপার বুলবুল খা।

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব বার্তা২৪. কম-কে বলেন, ‘এএসআই মো. নাজমুল হক (৫৫) ডুমুরিয়ার উপজেলা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য দিঘলিয়া থানা থেকে ডুমুরিয়ার বানিয়াখালী এসেছিলেন। তিনি সোমবার রাতে উপজেলার বানিয়াখালী হাইস্কুলে রাতযাপন করেছিলেন।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/18/1560868311145.jpg

ওসি বলেন, ‘এএসআই নাজমুল হকের কাছে থাকা একটি ব্যাগে তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি ছিল। মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ব্যাগের মধ্যে রেখে বাইরে যান। কিছু সময় পর ফিরে আর অস্ত্র ও গুলি পাননি।’

খবর পেয়ে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্কুলের দফতরিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ওসি আমিনুল জানান, এএসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে ডুমুরিয়া থানায় নজরবন্দি রাখা হয়েছে।

খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, ‘এএসআই মো.নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কখন কিভাবে পিস্তল ও গুলি খোয়া গেল। পাশাপশি ঐ পিস্তল ও গুলি উদ্ধারে অভিযান চলছে।’