রোদের প্রখরতাকে থামিয়ে হঠাৎ বৃষ্টি

  • নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানতে বৃষ্টি হচ্ছে / ছবি: বার্তা২৪

রাজধানতে বৃষ্টি হচ্ছে / ছবি: বার্তা২৪

রোদের প্রখরতাকে থামিয়ে রাজধানীতে হঠাৎ ভারী বৃষ্টি হয়। বজ্রপাত না থাকলেও ঠাণ্ডা বাতাস বইছে। তাপমাত্রাও কিছুটা কমে আসছে। এতে রাজধানীবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানসহ কয়েকটি স্থানে হঠাৎ বৃষ্টি শুরু হয়। প্রস্তুতি না থাকায় রাস্তায় থাকা ব্যস্ত মানুষেরা বৃষ্টির কারণে পথে ঘাটে আটকে যান। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশপাশের দোকানপাটে আশ্রয় নেন পথচারীরা। প্রথমে ভারী বৃষ্টি হলেও পরবর্তীতে হালকা বৃষ্টি হয়। তবে কিছু জায়গায় এক পশলা বৃষ্টি শেষেই থেমে যায়। অনেক স্থানে আকাশ মেঘলা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, রাজধানীর মতো দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। ফরে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/13/1560416505400.jpg
সংসদ ভবন এলাকায় হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে আসে আকাশ, ছবি: বার্তা২৪

 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বার্তা২৪.কমেক বলেন, ‘লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হচ্ছে। শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তাপমাত্রাও হ্রাস পাবে। সোমবার (১৭ জুন) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর পর দু-একদিন পর আবারও বৃষ্টি শুরু হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাব এখনো পড়েনি। ’

তিনি আরও বলেন, ‘ আজ (বৃহস্পতিবার) ভারতের গুজরাটে আঘাত হানার কথা ছিল। তবে ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তন হয়েছে। এর কিছুটা প্রভাব বাংলাদেশে রয়েছে। এ কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ু বাংলাদেশে আসতে সময় লাগছে।’