মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে শিক্ষকরা, ছবি: বার্তা২৪.কম

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে শিক্ষকরা, ছবি: বার্তা২৪.কম

মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে চলা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির আশ্বাসে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন। 

রোববার (৯ এপ্রিল) দুপুরে মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

কাজী মোখলেসুর রহমান বলেন, ‘ শিক্ষামন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। সামনে বাজেট স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ব্যাপারে সমাধান হবে। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন'।

শিক্ষক সমিতির মহাসচিব আরো বলেন, 'শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছি। সামনের বাজেট পর্যন্ত আমরা অপেক্ষা করব'।

চলতি মাসের ১ এপ্রিল থেকে  ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন শিক্ষকরা। মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে শিক্ষকরা যোগ দেন অবস্থান ধর্মঘটে।