পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনে অভিযান চলছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বার্তা২৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বার্তা২৪

রাজধানী পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় কেমিক্যাল গোডাউনে অভিযান চালাচ্ছে র‍্যাব-সদর সদরদফতরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে অভিযান শুরু করেন র‍্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান চলবে বিকেল পর্যন্ত।

বিজ্ঞাপন

অভিযানের শুরুতেই র‍্যাব সদর-দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বার্তা২৪. কমকে বলেন, ‘আরমানিটোলা এলাকায় এর আগেও আমরা অভিযান পরিচালনা করেছি। দোকানগুলোকে ক্যামিকেল মালামাল সরানোর জন্য আমরা সময় দিয়েছিলাম।’

এরই মধ্যে অনেক দোকান মালিক তাদের কারখানা স্থানান্তরিত করেছেন। আর যারা এখনও কারখানা স্থানান্তরিত করেনি, আমরা সেসব কারখানায় আজকে অভিযান চালাচ্ছি ।

সারোয়ার আলম আরও বলেন, ‘আবাসিক এলাকাকে পুরোপুরি নিরাপদ করতে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’