‘ফেসবুকে ভুয়া আইডি বন্ধ না করলে আইনি ব্যবস্থা’

  • সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন / ছবি: বার্তা২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন / ছবি: বার্তা২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারীদের সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘যে বা যারা আমার নামে ফেসবুকে একাধিক পেইজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছেন। এহেন কর্মকাণ্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমার নামে একটি ফেসবুক পেইজ রয়েছে যা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইড করেছে। এছাড়া আমার নিজের কোনো ফেসবুক পেইজ নেই।’

ভুয়া আইডি বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘আমার নামে তৈরি এসব ভুয়া আইডি ব্যবহারকারীরা নিজ থেকে তা বন্ধ করে নিন। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’