ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের জন্মদিন উদযাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেক কেটে ঝুকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের জন্মদিন উদযাপন / ছবি: বার্তা২৪

কেক কেটে ঝুকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের জন্মদিন উদযাপন / ছবি: বার্তা২৪

খুলনায় ঝুঁকিপূর্ণ শ্রমে একসময় নিয়োজিত ছিল এমন শিশু, কিশোর ও কিশোরীদের নিয়ে জন্মদিন উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

‘জীবনের জন্য প্রকল্প’র আওতায় বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সিএসএস আভা সেন্টারে সংস্থাটি এ জন্মদিন উদযাপন করে।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ড ভিশন পরিচালিত শিশুবান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের দুই শতাধিক শিশু, কিশোর ও কিশোরীদের অংশগ্রহণে নাচ, গান ও কেক কেটে আনন্দঘন পরিবেশে তাদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় তাদের অবিভাবকরাও উপস্থিত ছিলেন।

সরকার ইতোমধ্যে শ্রমে নিয়োজিত শিশুদের পুনর্বাসনের কাজ শুরু করেছে। অধিক ঝুঁকিপূর্ণ ৩৮টি শ্রমে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন এসব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল এমন শিশুদের শ্রম থেকে উদ্ধার করে তাদেরকে স্কুলে ফিরিয়ে এনেছে। মাসিক ভাতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে এ সংস্থাটি।

ওয়ার্ল্ড ভিশনের রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিমা দারিংয়ের সভাপতিত্বে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং কেসিসি’র কাউন্সিলর (সংরক্ষিত) আমেনা হালিম বেবি।