শস্যভাণ্ডার বরিশালে আমনের বাম্পার ফলন!

  • সিদ্দিকুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শস্যভাণ্ডার বরিশালে আমনের বাম্পার ফলন/ছবি: বার্তা২৪

শস্যভাণ্ডার বরিশালে আমনের বাম্পার ফলন/ছবি: বার্তা২৪

একদার শস্যভাণ্ডার বরিশালে আমনের বাম্পার ফলন হয়েছে। বৃহত্তর বরিশালের গ্রামীণ জনপদ ছেয়ে আছে আদিঅন্তহীন ফসলের হাসিতে। ইতিমধ্যে হাইব্রিড, উফশী এবং স্থানীয় জাতের আমনের প্রায় ৯৭ ভাগ ফসল কাটা হয়ে গেছে। মৌসুমের শেষ সময়ের কার্যক্রমে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার অধিক ফলন হবে বলে আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জানা গেছে, ২০১৮-১৯ মৌসুমে বরিশালের ৬ জেলায় ৭ লাখ ২০ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে।  এরমধ্যে হাইব্রিড ৭৪২ হেক্টর , উফশী  ৩ লাখ ৪৬ হাজার ১৮০ হেক্টর এবং স্থানীয় ৩ লাখ ৭৩ হাজার ৪৪৩ হেক্টর। উল্লেখ্য, ২০১৭-২০১৮ মৌসুমে ৭ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ করে উৎপাদন হয়েছিলো ১৭ লক্ষ ৩৪ হাজার ৪৩ মেট্রিকটন চাল।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/15/1547532426071.jpg

এ বছর আবাদকৃত জমি থেকে সোমবার (১৪ জানুয়ারী) পর্যন্ত ৭ লাখ ৬৮০ হেক্টর জমির ফসল কর্তন করা হয়েছে। আর এ থেকে উৎপাদন হয়েছে ১৭ লাখ ৪৬ হাজার ৫৫৪ মেট্রিক টন চাল। এর মধ্যে হাইব্রিড ২ হাজার ৬৬৪ মেট্রিকটন, উফশী ১০ লাখ ৮২ হাজার ১৬৮ মেট্রিকটন এবং স্থানীয় ৬ লাখ ৬১ হাজার ৭২২ মেট্রিকটন চাল।

অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পটুয়াখালী ও ভোলা জেলায় আমনের ফলন ভালো হয়েছে। এ দু’জেলায় আবাদী জমির পরিমানও বেশি। পটুয়াখালী জেলায় ২ লাখ ২ হাজার ৬০৮ হেক্টর জমিতে আমনের ফলন হয়েছে ৫ লাখ ১০ হাজার ৪১৫ মেট্রিকটন চাল।  আর ভোলা জেলায় ১লাখ ৭৬ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমনের ফলন হয়েছে ৫ লাখ ৭ হাজার ৯০১ মেট্রিকটন চাল। আর এই দুই জেলায় শতভাগ কর্তন হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/15/1547532446949.jpg

তবে ফলন কম হয়েছে ঝালকাঠি জেলায়। এ জেলায় ৪৯ হাজার ৫শ হেক্টর জমিতে ফলন হয়েছে ৯৪ হাজার ৬৩৮ মেট্রিকটন চাল। এই জেলায় কর্তনের হার ৮৬ ভাগ। ন্য জেলাগুলোর মধ্যে বরিশাল জেলায় ১ লক্ষ ২৬ হাজার ৬২৪ হেক্টর জমিতে আমন উৎপাদন হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৭৯ মেট্রিকটন চাল। এই জেলায় কর্তনের হার শতভাগ।

পিরোজপুর জেলায় ৬৪ হাজার ৬৪১ হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়েছে ১লাখ ১৪ হাজার ৩৬০ মেট্রিকটন চাল। এই জেলায় কর্তনের হার ৮৫ ভাগ। এছাড়াও বরগুনা জেলায় বরগুনা জেলায় ১ লাখ ৪৯৭ হেক্টর জমিতে আমনের ফলন হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৬১ মেট্রিকটন চাল। এই জেলায় কর্তনের হার ৯৭ ভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আর্শেদ আলী বলেন, ‘চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার থেকেও বেশি ফসল উৎপাদন হয়েছে। আবহাওয়া ভালো থাকার পাশাপাশি এ বছর বন্যা কম হওয়াতে ফসলের ক্ষতি হয়নি।’

বার্তাা২৪.কমকে তিনি জানান, ‘হেক্টর প্রতি হাইব্রিড জাত ৪ মেট্রিকটন, উফশী ৩ মেট্রিকটন এবং স্থানীয় ২ মেট্রিকটন চাল উৎপাদন হয়েছে। আর ইতিমধ্যে ৯৭ ভাগ ফসল কাটা হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে শতভাগ আমন ফসল কাটা হবে বলে জানান এই কর্মকর্তা।