গ্রামকে শহরে রূপান্তর করবো: এলজিআরডি প্রতিমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যশোরে সাংবাদিকদের সঙ্গে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য-এর মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

যশোরে সাংবাদিকদের সঙ্গে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য-এর মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘এলাকা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। শপথের পরদিনই মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছি। ইশতেহার অনুযায়ী আমরা ‘গ্রামকে শহরে রূপান্তরের’ জন্য কাজ করবো।’

বুধবার (৯ জানুয়ারি) রাতে যশোর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে ময় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতি সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। এই উপলব্ধি থেকে সাধারণ মানুষের সাথে মিশেছি। আমার লক্ষ্য হবে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করা।’

স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আমি বাজার করতে গিয়েছি। সেখান থেকে ফিরে টেলিফোনে মন্ত্রী হওয়ার খবর পাই। আমি অত্যন্ত সাধারণ জীবনযাপান করি। মন্ত্রী হয়েও তার পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সাথে এলাকার মানুষের দাবি বাস্তবায়নেও কাজ করতে বলেছেন। আমি তার আস্থার প্রতিদান দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাংবাদিকদের পরামর্শ চাই।’

মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, প্রতিমন্ত্রীর স্ত্রী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দৌলা, বর্তমান সম্পাদক তৌহিদুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও যশোরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।