খুলনায় একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে। খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। তবে ছুটির দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে বইমেলা আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক হেলাল হোসেন বলেন, ‘একুশে বইমেলা আয়োজন খুলনাবাসীর জন্য একটি গৌরবের বিষয়। রাজধানীর বাইরে খুলনাতে আড়ম্বরতার সাথে মাসব্যাপী ঐতিহ্যবাহী এ বইমেলার আয়োজন করা হয়।’

এ আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান ড. মোঃ আহসান উল্যাহসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।