নতুন বই পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নতুন বছর, নতুন বই। বই পেয়ে আনন্দ উচ্ছ্বাসে ভাসছে রাজধানীসহ সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী। কেউ বই পেয়ে পরম যত্নে জড়িয়ে ধরছে কেউবা পৃষ্ঠা উল্টিয়ে ঘ্রাণ নিচ্ছেন নতুন বইয়ের। নতুন বই পাওয়ার আনন্দে সকলেই বিভোর তারা।

শনিবার (১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546328561332.jpg

সকালে রাজধানীর আজিমপুর সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই সারা দেশে সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু হয়। বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছিল এক উৎসবমুখর পরিবেশ। নিজ বিদ্যালয় আঙ্গিনায় নতুন বই নিতে জড়ো হয়েছিলেন শিক্ষার্থীরা।

নতুন বই নিতে রাজধানীর ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে জড়ো হয়েছিলেন স্কুলের শিক্ষার্থীরা। জানালেন উচ্ছ্বসিত তারা। এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সারা জামান জানালেন, নতুন বই পেলে প্রথমেই রিডিং পড়ে ফেলি পুরো বই, এটা আমার ছোট বেলার অভ্যাস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546328575275.jpg

আরেক ছাত্রী মুনিবা হাকিম জানালেন, এই বই দিয়েই সারা বছর পড়াশোনা করবো, তাই ভাল লাগছে, আর নতুন বইয়ের ঘ্রাণ অন্য রকম, একটা রোমাঞ্চিত ব্যাপার থাকে।

সপ্তম শ্রেণীর ছাত্রী এষা জামান জানালেন, প্রথমে বই পেয়ে নেড়েচেড়ে দেখবো নতুন বইতে কী আছে, ছুটি তো শেষ, কাল থকেই তো আবার পড়াশুনায় ফিরতে হবে।

শিক্ষার্থীর পাশাপাশি এসেছিলেন তাদের অভিভাবকরা, জানালেন, সন্তানদের আনন্দে আনন্দিত তারাও। একজন অভিভাবক জানালেন, অনেক পরিবার আছে যাদের ছেলেমেয়েদের বই কিনে দেবার টাকা নেই, হয়তো আমার আছে কিন্তু যাদের নেই, তাদের এখন বইয়ের অভাবে পড়াশোনা বন্ধ হবে না। এইজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য ২০১৯ সালে প্রাথমিক স্তরে ৪ কোটি ২৬ লক্ষ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে ১ হাজার ৮২ কোটি টাকা মূল্যের ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ টি বই পৌঁছে দেওয়া হয়েছে।