ঝিনাইদহে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঝিনাইদহ জেলায় ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট পেপারসহ অন্যান্য ভোট গ্রহণের সামগ্রী ইতিমধ্যে উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছে গেছে। এগুলো কেন্দ্রভিত্তিক ভাগ করে বস্তাভর্তি করা হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/28/1545975789545.jpg

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এবার জেলার ৪টি আসনে ভোট কেন্দ্র থাকবে ৫শ ৭৮টি। আর ভোট গ্রহণ কক্ষ থাকবে দু হাজার ৬শ ৩৫টি।  এ জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন।

নির্বাচনে নিরাপত্তা ও ভোট গ্রহণে সহায়তায় সেনা, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার মিলিয়ে ৯ হাজার একশ ১৯ জন মাঠে থাকবে। আর ১৭ জন ম্যাজিস্ট্রেটের সাথে ১৭টি সেনা ও বিজিবি টিম টহলে থাকবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।