সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে ইসির পদক্ষেপ চান আ’লীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নির্বাচনের দিন স্টিকারসহ মোটরসাইকেলে সাংবাদিকরা যেন চলাফেরা করতে পারেন সে ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও দলের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এক অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এইচটি ইমাম বলেন, 'আমরা ভোটারগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কোন বিধি নিষেধকে সমর্থন করি না। নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন যানবাহন নিয়ন্ত্রণের যে বিধি নিষেধ আরোপ করেছে আমরা সেটি শিথিল করার দাবী জানাই। এ বিষয়ে প্রস্তাব হচ্ছে- ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ গজ দূরত্বে যানবাহন চলাফেরা ও অবস্থান করতে পারবে, এমন নির্দেশনা জারী করা প্রয়োজন। সংবাদ সংগ্রহের দায়িত্বে ব্যবহৃত মোটরসাইকেল যাতে স্টিকারসহ চলাফেরা করতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।'