রাঙ্গাবালীতে নিখোঁজ পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীতে পরে নিখোঁজ হওয়ার পনের ঘণ্টা পর পুলিশ কনস্টবল ফিরোজ খানে লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাঙ্গাবালী গহিনখালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজের বাড়ি বরিশালের উজিপুর থানার শিকারপুর গ্রামে। সে রাঙ্গাবালী থানায় কর্মরত ছিলো।

বিজ্ঞাপন

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, রাঙ্গাবালী থানায় কর্মরত পুলিশের এএসআই ইয়াছিন, কনস্টবল মিজানুর রহমান এবং ফিরোজ খান সহ একটি দল রোববার রাতে নদীতে টহল দিতে বেড় হয়। এসময় অপর দিক থেকে আসা একটি মাছের ট্রলারের সাথে পুলিশ বহনকারী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে তিন পুলিশ সদস্য ট্রলার থেকে গহিনখালী নদীতে পরে যায়। অপর দুই পুলিশ সদস্য নদী থেকে ট্রলারে সাতরে উঠতে পারলেও ফিরোজকে খুঁজে পাওয়া যায়নি।  এ ঘটনার পর থেকেই ফিরোজকে উদ্ধারে অভিজান চালানো হয়।

তবে সোমবার বেলা ১১টার দিকে উদ্ধার কর্মীরা ফিরোজের মৃতদেহ উদ্ধার করে। এদিকে ট্রলারে মুখোমুখি সংর্ঘষের ঘটনায় পুলিশের এএসআই ইয়াছিন ও কনস্টবল মিজানুর রহমান আহত হলে তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।