ঘূর্ণিঝড় পিথাই’র প্রভাবে মোংলা বন্দরে বৃষ্টি, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পিথাই’র কারণে মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরসহ আশপাশ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা দুযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করলে মোংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা জানান, সোমবার বন্দরে ১৩টি বিদেশী জাহাজ অবস্থান করছে। এছাড়া সোমবারই আরো ৪টি জাহাজ বন্দরে ভিড়ার সিডিউল রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পিথাই’র কারণে আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির খবরে সাগর পাড়ের দুবলার চরের কয়েক হাজার জেলের মধ্যে আতংক বিরাজ করছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়াতে সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যেই দুবলার চরের জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।