জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

এরপর ক্রমান্বয়ে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সকাল থেকেই সেখানে সর্বস্তরের জনতার ভিড় জমে। ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও সাধারণ জনতা।

১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাংলার বীরেরা। তাই প্রতিবছরই দিনটিতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে থাকেন দেশের সর্বস্তরের মানুষ।