সাজা শেষে মিয়ানমার থেকে দেশে ফিরল ১৭ বাংলাদেশি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিয়ানমার থেকে দেশে ফেরা বাংলাদেশিরা, ছবি: বার্তা২৪

মিয়ানমার থেকে দেশে ফেরা বাংলাদেশিরা, ছবি: বার্তা২৪

সাজা শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭ বাংলাদেশি।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশিরা দেড় বছর থেকে ৬ মাস মিয়ানমারে কারাভোগ করে। তারা সবাই সমুদ্র পথে মালয়েশিয়া যাবার সময় আটক হয়েছিল। পরিবারের কাছে হস্তান্তরর জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে বিজিবি।

১৭ বাংলাদেশিরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী’র বশিরবাড়ি এলাকার লেদু মিয়ার ছেলে বদিউল আলম, টেকনাফের শীলখালী এলাকার আব্দুর শুক্কুরের ছেলে রহিম উল্লাহ, একই এলাকার নুরুল কবিরের ছেলে মফিজুর রহমান, আনোয়ারুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম, কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকার মোঃ সামিরুলের ছেলে মোঃ, শফিক, টেকনাফের গোদারবিলের মোঃ সাব্বির আহমেদের ছেলে মোঃ শাকের, শহের ঘোনার পাড়া এলাকার আজগর আলীর ছেলে জালাল উদ্দিন, আব্দুল আমিনের ছেলে মিজানুর রহমান, মৃত কালু মিয়ার ছেলে নুরুল আলম, আব্দুর রশিদের ছেলে আজিজ উল্লাহ, আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম, ওয়াশিউর রহমানের ছেলে মোঃ হেলাল, মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ জালাল, মৃত সেতাব্বরের ছেলে আবু তাহের, অং জো মারমা’র ছেলে সে তু অং মারমা, মংপু মারমার ছেলে ইউ সা খ মারমা ও আয়ুব আলীর ছেলে জালাল উদ্দিন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/05/1544004230249.gif

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, টেকনাফস্থ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্ণেল আসাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার মংডুর অভিবাসন বিভাগের কর্মকর্তা হটেন লিনেন’র নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।