বরিশালে দুই দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় সংগীত গেয়ে বরিশালে জীবনানন্দ মেলা উদ্বোধন করছেন অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংগীত গেয়ে বরিশালে জীবনানন্দ মেলা উদ্বোধন করছেন অতিথিরা/ ছবি: বার্তা২৪.কম

কবি জীবনানন্দ দাশের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী  চতুর্থ জীবনানন্দ মেলা শুরু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর)  সকালে নগরীর অশ্বিনী কুমার হলে জাতীয় কবিতা পরিষদ বরিশালের আয়োজনে এ মেলা শুরু হয়। 

বিজ্ঞাপন

জাতীয় সংগীতের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এ সময় কবি'র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনানন্দ মেলা কমিটির সমন্বয়ক ডা. মোশতাক আল মেহেদী, কবি মলয়চন্দন মুখোপাধ্যায়, কবি উল্লাশ চট্টোপ্যাধায়, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ সারথী  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, ‘বাঙালি কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ। কবির স্মৃতি সংরক্ষণে সকলকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে জীবনানন্দের কবিতা ছড়িয়ে দিতে হবে।’

পরে জীবনানন্দ মেলার অংশ হিসেবে কবি জীবনানন্দ সড়কের জীবনানন্দ ভবনে কবি আড্ডা, স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। কবি দীপংকর চক্রবর্তীর সঞ্চালনায় কবি আড্ডার সভাপতি ছিলেন কবি মোশতাক আল মেহেদী।

এদিকে দুদিনব্যাপী মেলায় সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, কবি জীবনানন্দ দাশের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এর আগে সকালে জীবনানন্দ মেলা উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জীবনানন্দ ভবনে গিয়ে শেষ হয়। 

আগামীকাল মঙ্গলবার (২৩  অক্টোবর) সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সম্মাননা, জীবনানন্দের কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কবি জীবনানন্দ দাস।