ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ, ছাত্রলীগ কর্মীকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগ কর্মীকে জরিমানা। ছবি: বার্তা২৪.কম

ছাত্রলীগ কর্মীকে জরিমানা। ছবি: বার্তা২৪.কম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৯ কেন্দ্রের পুনঃভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে একটি ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের কারণে এক ছাত্রলীগ কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ছাত্রলীগ কর্মীর নাম মো. ইকবাল হোসেন (২৫)। তিনি মেহেন্দিগঞ্জের নয়নপুরের বাসিন্দা মো. সবুজ মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী হাকিম দীপক কুমার রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ, চলতি বছরের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচন নিয়ে দুই দফা তদন্তে কিছু কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। তারই পরিপ্রেক্ষিতে পুনরায় ৯ কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।