বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি। ছবি: সংগৃহীত

বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি। ছবি: সংগৃহীত

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

বিজ্ঞাপন

তিনি জানান, ঘূর্ণিঝড় তিতলির কারণে গতকাল বুধবার সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ছিল। কিন্তু আজ আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলচালের অনুমতি দেয়া হয়েছে।

তবে ঢাকা থেকে উপকূলীয় এলাকা অর্থাৎ মনপুরা, হাতিয়ার উদ্দেশে এখনো লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়নি।

এদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোও এখন থেকে চলাচল করতে পারবে।

উল্লেখ, ঘূর্ণিঝড় তিতলির কারণে গতকাল বুধবার (১০ অক্টোবর) সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বিআইডব্লিউটএ কর্তৃপক্ষ।