‘শেখ হাসিনার উন্নয়নের মূলমন্ত্র দেশের প্রতি দরদ’-শামীম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ উন্নয়নে বিশ্বের কাছে বিস্ময়। শেখ হাসিনা বিশ্বের যেখানেই যান, তিনি সেখানকার মধ্যমণি হয়ে উঠেন। সবাই জানতে চান দেশকে এগিয়ে নেওয়ার ম্যাজিকটা কি? আসলে ম্যাজিক কিছুই না, তিনি দেশের প্রতি দরদ নিয়ে কাজ করেন, সততা ও ন্যায়ের সঙ্গে কাজ করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে।’ 

মঙ্গলবার (২ অক্টোবর) ধানমন্ডিতে শরিয়তপুর জেলার রাজনীতিবিদ, পেশাজীবী ও ছাত্রনেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এনামুল হক শামীম বলেন, ‘গরীব-মেহনতি মানুষের ভাগ্যের কল্যাণের জন্য বঙ্গবন্ধুকন্যাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তিনি ক্ষমতায় থাকলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হয়। মুক্তিযোদ্ধারা ভাতা পান, সন্মান পান। বিধবা, স্বামী পরিত্যাক্তা, বয়স্ক, প্রতিবন্ধীরা ভাতা পায়। দেশের অর্থনৈতিক উন্নতি হয়।’

ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম বলেন, ‘আজকে উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ দরকার। একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যাকে প্রধানমন্ত্রী বানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’ 

এসময় শরিয়তপুর জেলা আওয়ামী লীগ নেতা মো. হেমায়েত হোসেন, সাবেক ছাত্রনেতা জহির সিকদার, নড়িয়া উপজেলার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।