কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, মংলা কাস্টমস হাউজের সাবেক কমিশনার নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মঙ্গলবার (২ অক্টোবর) রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভুঁঞা।  

বিজ্ঞাপন

দুদক উপ-পরিচালক তার মামলায় উল্লেখ করেন, ২০১১ সালের ২৮ আগস্ট নুরুল ইসলামকে তার সম্পদের হিসাব জমা দিতে বলা হয়। তারপর তার সম্পদের হিসাব যাচাই বাছাই করা হয়। পর্যালোচনাকালে দাখিলকৃত সম্পদের বিবরণীর সাথে ৬৯ লাখ ৫০ হাজার টাকার সম্পদের গড়মিল পাওয়া যায়।

এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় নুরুল হকের বিরুদ্ধে মামলা করা হয়।