২২ শর্তে বিএনপির জনসভা রোববার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ছবি: বার্তা২৪

দুই দফা সময় পিছিয়ে ২২টি শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (৩০ সেপ্টেম্বর) জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর তাদেরকে অনুমতি দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বরাবর ইস্যু করা হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/29/1538208773807.jpg

শর্তাবলীতে উল্লেখ আছে- এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে।

আইনশৃঙ্খলা পরিপন্থী, জনস্বার্থ রাষ্ট্র ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না।

উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বিষয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।

সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে জনসভার যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।

স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশ গেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং জনসভায় আগতদের হ্যান্ডমেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং-এর ব্যবস্থা করতে হবে। 

নিজস্ব ব্যবস্থাপনায় ভিকেল স্ক্যানার সার্চ মিররের মাধ্যমে জনসভাস্থলে আগত সব যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।

অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না।

অনুমোদিত স্থানে বাইরে বা সড়কের পাশে প্রজেকশন স্থাপন করা যাবে না।

অনুমোদিত স্থানে বাইরে রাস্তায় ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। 

আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক বআ শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।

অনুমোদিত জনসভা ব্যতীত মঞ্চকে অন্যকোনো কাজে ব্যবহার করা যাবে না।

জনসভা শুরুর দুই ঘন্টা পূর্বে লোকজন সভাস্থলে আসতে পারবে।

সন্ধ্যা ৫টার মধ্যে জনসভার যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে।

অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে অনুমোদিত স্থানে ও এর আশপাশের রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়া, যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

কোনো ধরনের লাঠি সোটা ব্যানার ফেস্টুন বহনের আড়ালে লাঠি রড ব্যবহার করা যাবে না।

মিছিল সহকারে জনসভাস্থলে আসা যাবে না।

উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অনুমতিপত্র পাওয়ার পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জনসভা নিয়ে আমরা উৎকণ্ঠিত ছিলাম। ডিএমপি কমিশনার আনুষ্ঠানিক লিখিত চিঠির মাধ্যমে অনুমতি দিয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।’

রিজভী আরও বলেন, ‘ইনশাআল্লাহ- আগামীকাল ঐতিহাসিক ও সাফল্যমণ্ডিত জনসভা অনুষ্ঠিত হবে। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জসহ অন্যান্য জেলার নেতাকর্মীদের জনসভায় আমন্ত্রণ জানাচ্ছি।’ শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন সরকার ও প্রশাসন সহযোগিতা করে এমনটাই প্রত্যাশা বিএনপির এই নেতার। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।