বিশেষ ভাতা পাচ্ছেন পুলিশ পরিদর্শকরা 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাসিক মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘বিশেষ ভাতা’ হিসেবে পাবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর পরিদর্শকরা। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।  

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শকগণের কর্মক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ‘ঝুঁকিভাতা’র পরিবর্তে বছরে একবার তাদের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘বিশেষভাতা’ হিসেবে প্রদান করা হবে। 

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তিনটি শর্ত দিয়ে ‘বিশেষ ভাতা’ প্রদানে সম্মতি দেওয়া হয়। 

পুলিশ পরিদর্শকগণের জন্য প্রদত্ত এই ‘বিশেষ ভাতা’ ২০১৭-২০১৮ অর্থবছর হতে কার্যকর হবে। প্রতি অর্থবছরের শেষ মাসে এই বিশেষ ভাতা প্রদান করা হবে।