ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউ’র উদ্বেগ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম 
  • |
  • Font increase
  • Font Decrease

ইইউ:বাংলাদেশ

ইইউ:বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ ইইউ দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন বিধান সম্পর্কে উদ্বেগগুলিকে পুনরাবৃত্তি করছে ইইউ। বিধানগুলো মত প্রকাশের স্বাধীনতা ও প্রচার মাধ্যমের স্বাধীনতা অবাধে সীমিত করে। বিচার প্রক্রিয়ার নিশ্চয়তাকে দুর্বল করে দেয়। এই আইন মানুষের স্বাধীনতার বৈধ চর্চাকে দমন করার কাজে ব্যবহৃত হতে পারে।

এই আইন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’র সময় গৃহীত প্রতিশ্রুতিগুলি অনুসরণ করতে অনুরোধ করছি। যাতে ডিজিটাল নিরাপত্তা আইন মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র, আন্তর্জাতিক চুক্তি, নাগরিক ও রাজনৈতিক অধিকার, পাশাপাশি বাংলাদেশের সংবিধানে জনগণের অধিকার নিশ্চিত করে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।