কমিউনিটি ব্যাংকে নিয়োগ
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল থাকলে আবেদনের প্রয়োজন নেই। ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান/ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বা এনজিওতে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। দলগত কাজ করার মানসিকতা, কম্পিউটারে পারদর্শীতা, যোগাযোগ দক্ষতা এবং প্রচুর ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে মাসিক ১৫ হাজার টাকা মূল বেতন, ৪ হাজার টাকা টিএ/ডিএ, ১ হাজার টাকা মোবাইল বিল এবং টার্গেট পূরণের ভিত্তিতে মাসিক সর্বোচ্চ ৫ হাজার টাকা ইনসেনটিভ বোনাস দেয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।