কিশােরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়ােগ
কিশােরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লােকবল নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলোতে শুধু নারীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩টি
যােগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে নূন্যতম ২০ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: পবিস বেতন কাঠামাে ২০১৬ অনুযায়ী ১৮,৩০০-৩২,৭৪০ টাকা।
পদের নাম: সহকারী ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪টি
যােগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে নূন্যতম ১০ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানাের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল:
আবেদনের নিয়ম: কিশােরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ‘জেনারেল ম্যানেজার, কিশােরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকসেদপুর, কিশােরগঞ্জ’ পাঠাতে হবে। একাধিক পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদনপত্র পাঠাতে হবে।