জাবিতে লাফার্জ হোলসিমের নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগ দিতে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড। জাবি ক্যারিয়ার ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেলস ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেটিং বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী হাদি সিয়াম। তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন অথবা স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। ৩১ জুলাই দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে।